দৈনিক তালাশ.কমঃতথ্যচিত্রে ময়মনসিংহ জেলা প্রতিনিধি সোহেল মিয়া: ময়মনসিংহ সদর উপজেলা ৩নং- বোররচর ইউনিয়নে ডিগ্রীপাড়া গ্রামে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধের জেরধরে দুই পক্ষের সংঘর্ষে জয়নব বিবি নামের একজন বয়স্ক মহিলা নিহত ১ ও ৫ জন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বোররচর ডিগ্রীপাড়া গ্রামে মোঃ জালাল উদ্দিন গং ও বিল্লাল, রব্বানী গংদের সাথে জমি নিয়ে বিরোধের সূত্রধরে বিল্লাল ও রব্বানী গংরা সন্ত্রাসী হামলার চেষ্টা চালায়। ভুক্তভোগীরা বাধা দিতে গেলে হামলার শিকার হয় বয়স্ক মহিলা জয়নব বিবি । এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে ইউপি চেয়ারম্যান সাব্বির হোসেন, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন সহ ডিবি পুলিশের ফোর্স রয়েছে । এই ঘটনায় ৩ জন গ্রেফতার হওয়ার সংবাদ পাওয়া গেছে। গ্রেফতারকৃতরা হলো জুবায়ের হোসেন, নূর মোহাম্মদ, ইসরাফিল । একটি সুত্র জানায় গত ১০ বছর পূর্বে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে জালালের ভাই আলাল মিয়া, বিল্লাল ও রব্বানী গংদের হাতেই নিহত হয়েছে বলে এলাকাবাসী জানায় । এদিকে বিল্লাল গংরা পালিয়ে গেলেও তাদের বাড়ীর সমস্ত মালামাল নিকট আত্বীয় স্বজন ভ্যানগাড়ি করে নিয়ে যাচ্ছে । এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।