দৈনিক তালাশ.কমঃবৃহস্পতিবার বিকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার জানান, নিয়মিত অভিযানের প্রেক্ষিতে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রয়োজনীয় নথি না থাকার কারনে নির্মাণাধীন প্রিন্সিপাল শপিং মলকে এক লাখ টাকা, আইয়ুব প্লাজাকে এক লাখ টাকা এবং আগুন নির্ভাবপক ব্যবস্থা ও সঠিক কাগজ পত্র না থাকায় শিকদার ডাইন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও প্রেসিডেন্ট রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন- রাজউকের জোন-৮/৩ অথরাইজ অফিসার এফ আর আশিক আহমেদ, ইমারত পরিদর্শক মো. মনিরুজ্জামানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।