দৈনিক তালাশ.কমঃপটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় বাউফল থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১১ই মার্চ ২০২৪ তারিখ একটি ০৬ বোর রিভলবার, রিভলবারটির ০৬টি বোরে ০৫টি বুলেট, ০১টি বুলেটের খোসা উদ্ধার সহ আসামী মোঃ সজিব (২১) পিতা মোঃ বাবুল সরদার, সাং সূর্যমনি ৮নং ওয়ার্ড থানা বাউফল, জেলা-পটুয়াখালী কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।