দৈনিক তালাশ.কমঃ আমরা কি কখনো ভেবে দেখেছি, আদরের সোনামণিকে টাকা দিয়ে কিনে যা খাওয়াচ্ছি তা কতটুকু স্বাস্থ্য সম্মত।
যা তৈরি হচ্ছে ডাইংকের রং,নকল চিনি,এবং সেকারিন দিয়ে, যা খাওয়ার পর শিশুদের, কিডনি লিভার ধীরে ধীরে নষ্ট হতে থাকে, শিশুদের খাবারের মুখের রুচি নষ্ট হয়ে যায়, যার কারণে শিশুদের খাবারের প্রতি অনীহা চলে আসে,এতে করে শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। তাই এসব খাওয়া থেকে আমাদের শিশুদেরকে বিরত রাখতে হবে, পাশাপাশি ফ্যাক্টরির মালিক গুলিকে আইনের আওতায় নিয়ে আসা জরুরী বলে মনে করছেন সাধারণ জনগণ।