দৈনিক তালাশ.কমঃগতকাল নারায়ণগঞ্জের বিভিন্ন পত্রিকা ও অনলাইন মিডিয়াতে “বন্দরে ভূয়া সাংবাদিক ও তিতাস কর্মকর্তা পরিচয়ে আটক-২” শিরোনামসহ বিভিন্ন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সাংবাদিক ভাইদেরকে ভুল তথ্য দিয়ে করানো হয়েছে বলে আমি মনে করি। প্রকৃত ঘটনা হচ্ছে গত ৪মার্চ ২০২৪ইং তারিখ দৈনিক বর্তমান দেশবাংলাসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘নারায়ণগঞ্জ গ্যাস চোর সিন্ডিকেটের দৌরাত্ম্য চরমে!’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদ প্রকাশের জের ধরে গত ০৯ মার্চ ২০২৪ইং তারিখ দুপুরে বন্দর থানাধীন একরামপুর এলাকায় সংবাদ সংগ্রহের জন্য গেলে ১৫/২০ জনের একটি গ্রুপ আমি এবং আমার সংবাদের সোর্স সজলকে রাস্তায় ঘিরে ধরে হেনস্থা করে এবং ৯ নম্বরে ফোন দেয়। ঘটনাস্থালে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে রাত ১১টার সময় বন্দর থানা পুলিশ ঘটনা পর্যালোচনা করে মুচলেকা নিয়ে আমাকে ছেড়ে দেয়। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।