কালিহাতী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি :কালিহাতী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৪ অনুষ্ঠিত।শনিবার ৯ মার্চ বিকাল ৫টায় এলেঙ্গা রিসোর্টে কালিহাতী প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সাংবাদিকদের নেতা টাংগাইল প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, উত্তর টাঙ্গাইলের সাংবাদিক ফোরামের সভাপতি ও গোপালপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনসার আলী বিকম, এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের, বাংড়া ইউ পি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা, বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, দশকিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া। অভিষেক গ্রহন করেন নব নির্বাচিত সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সহ-সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম মিয়া ও রাইসুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিলটন, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ তালুকদার ও আব্দুস সাত্তার, কোষাধ‍্যক্ষ মেহেদী হাসান চৌধুরী, দপ্তর ও পাঠাগার সম্পাদক শাহিন আলম, ক্রীড়া নূরনবী রবিন, সাহিত‍্য ও সাংস্কৃতিক সম্পাদক শামীম আল মামুন, কার্য নির্বাহী সম্পাদক ৫ জন -আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান মতিন, মীর আনোয়ার, হুমায়ুন কবির ও গৌরাঙ্গ বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *