দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ৯ মার্চ নওগাঁ জেলার মান্দা থানাধীন নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)জনাব মোঃ গাজিউর রহমান পিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) উপস্থিত থেকে ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন। নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন সহ করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন। এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।