দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর রাণীনগরে সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের বাগানের প্রায় ৯০টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা গালগুলো কেটে সাবার করেছে। উপজেলা সদরের রাণীনগর-নওগাঁ সড়কের পাশে পশ্চিম বালুভরা এলাকায় নতুন বাগানে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকায় নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ক্রয়সূত্রে প্রায় ৩৩ শতক জায়গা রয়েছে। ওই জায়গায় বাগান গড়ে তোলার জন্য ৮ মাস আগে প্রায় ৬ শতক জায়গাতে বিভিন্ন জাতের ১৪০টি কলা গাছ রোপণ করেন। বাগানের গাছগুলো অনেক বড় হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার রাতে কে বা কাহারা শত্রুতা করে ৯০টি কলা গাছ কেটে ফেলেছে। সাবেক এমপি আনোয়ার হোসেন হেলাল বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে আমি খবর পাই আমার বাগানের গাছ গুলো কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার সকালে ঘটনাটি থানা পুলিশকে জানিয়েছি। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।