র‌্যাব ১১ অভিযানে ফতুল্লায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত হাশুয়া, রামদা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ।

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।

২। এরই ধারাবাহিকতায় গত ৭ মার্চ ২০২৪ খ্রিঃ রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব ১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফতুল্লায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দারসহ কুখ্যাত ০৫ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত হাশুয়া, রামদা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করতে সক্ষম হয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের সর্দার আবুল হোসেন @ আবুল (৪০)। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, মহাসড়কে চলাচলরত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই করে আসছিল। তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ডাকাতির পাশাপাশি সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজীর মত সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী জিম্মি হয়ে পরেছিল। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র সমূহ গ্রেফতারকৃত আসামীরা তাদের সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করতো বলে তারা জানায়। গ্রেফতারকৃত আসামীরা উদ্ধারকৃত আলামতসহ বর্ণিত স্থানে ও সময়ে দলবদ্ধ হয়ে ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল।

৩। এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আসামীদেরকে হাতেনাতে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের চেষ্টা করেন। পরবর্তীতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপরাধের সাথে জড়িত আসামী ১। আবুল হোসেন @ আবুল (৪০) (ডাকাত দলের সর্দার), পিতা-মোঃ সামসুল হক, মাতা-মৃত মালা, স্থায়ী সাং-যুশুরা বাজার, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর, এ/পি সাং-তাজুল মিয়ার বাসার ভাড়াটিয়া, শ্যামপুর বটতলা, (ওয়ার্ড নং-৫৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন), থানা-কদমতলী, জেলা-ঢাকা, ২। মোঃ জাকির হোসেন (২৮), পিতা-মোঃ কালাম হাওলাদার, মাতাঃ মৃত জয়নব, স্থায়ী সাং-কটুরাতাল্লুক, পোঃ সেয়াঘাঠি, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, এ/পি সাং-মন্নান মিয়ার বাড়ির ভাড়াটিয়া, ঢাকা মেচ কলোনী, (ওয়ার্ড নং-৫৯, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন), পোঃ ফরিদাবাদ, থানা-কদমতলী, জেলা-ঢাকা, ৩। মোঃ মিজানুর রহমান (২৬), পিতা-মোঃ আঃ রব শেখ, মাতাঃ মোছাঃ আখি, স্থায়ী সাং-দক্ষিণ মরিচ পট্টি, পোঃ চুরাইন, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, এ/পি সাং-শ্যামপুর বটতলা, (ওয়ার্ড নং-৫৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন), থানা-কদমতলী, জেলা-ঢাকা, ৪। মোঃ নাইম ব্যাপারী (২১), পিতা-মৃত জামাল ব্যাপারী, মাতা-সাহিদা ব্যাপারী, স্থায়ী সাং-উত্তর রাণীস্বর (৯নং ওয়ার্ড), পোঃ নাগের পাড়া, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর, এ/পি সাং-শ্যামপুর বড়ইতলা, (ওয়ার্ড নং-৫৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন), থানা-কদমতলী, জেলা-ঢাকা, ৫। মোঃ কাউছার (২২), পিতা-মৃত মোজ্জাম্মেল হোসেন মুন্সী, মাতা-মোছাঃ মুনিরা বেগম, স্থায়ী সাং-কুড়িপাইকা, পোঃ বাউফল, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, এ/পি সাং-বউ বাজার, ইউপি-কুতুবপুর, পোঃ ফতুল্লা, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জদেরকে সনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ গত ০৭/০৩/২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

৪। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *