দৈনিক তালাশ.কমঃ নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বিশিষ্ট সমাজ সেবিকা ফৌজিয়া বাকী লিমার উদ্যোগে আযান প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মার্চ) বাদ আসর শহরের শেখ রাসেল পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, দেওভোগ বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ্ মোহাম্মদ মহিউদ্দিন হামিদী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইকরাম হোসাইন খাঁন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল ও রাইয়ান হোসেন শারদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।