দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃসঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদের সভাকক্ষে সহকারি কমিশনা (ভূমি) আতিয়া খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ইবুনে সাব্বির আহাম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দিন এফ.এফ, বাবলু দেওয়ান ও ভারপাপ্ত উপজেলা নির্বাচন অফিসার নিত্যা নন্দ পাল প্রমুখ।