দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর মান্দায় নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব শামসুল হক মণ্ডলের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা- সেবক লীগের সভাপতি এমদাদুল হক। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, শিক্ষক আবুল কাসেম, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।এর আগে লালপুকুরিয়া বালিকা উচ্চবিদ্যালয়, বৈলশিং চকবাবন দাখিল মাদ্রাসা, নিমবাড়িয়া দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।