আলী আহাম্মদ চুনকা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গসাথী ক্লাবের দোয়া

দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: ২৫শে ফেব্রুয়ারী মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক পৌরপিতা, নারায়ণগঞ্জ শহর ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত জননেতা আলী আহাম্মদ চুনকা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গসাথী ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে দেওভোগ শিশুবাগ বিদ্যালয় সংলগ্ন ক্রীড়া ও সামাজিক সংগঠন বঙ্গসাথী ক্লাবের কার্যালয়ে বঙ্গসাথী ক্লাবের সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জ্বল’র সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সংক্ষিপ্ত আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক পৌরপিতা, নারায়ণগঞ্জ শহর ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত জননেতা আলী আহাম্মদ চুনকা’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বাইতুন নূর জামে মসজিদের প্রেস ইমাম ও খতিব মাওলানা মোঃ নাসির উদ্দীন বিশেষ দোয়া পরিচালনা করেন।

বঙ্গসাথী ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ’র সার্বিক পরিচালনায় এসময় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বাইতুন নূর জামে মসজিদ এর সভাপতি হাজী আফসার উদ্দিন আফসু, সাধারণ সম্পাদক আজিজুল হক তপন ও পঞ্চায়েত সভাপতি আহম্মদ আলী বেপারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *