দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার :নারায়ণগঞ্জের জালকুড়িতে ডাইয়েংর পানিতে প্রতিনিয়ত দূষিত হচ্ছে পানি। দূষিত পানির কারনে সৃষ্টি হচ্ছে নানা রোগ জীবানু।
সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি মেম্বার রোড এলাকায় অবস্থিত শাকিল ডাইংয়ের পানি আশপাশের খাল ও জলাশয়ে পড়ার কারনে সেখানকার পানি কালো রং ধারণ করেছে। এতে করে সৃষ্টি হচ্ছে বিভিন্ন জীবানুর আর সেখান থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবৎ তার ইটিপি প্লান্ট এর নির্মান কাজ চলছে। আর এভাবে চলতে থাকলে এলাকার মানুষ এলাকাবাসী অতিদ্রুত এ সমস্যার সমাধান দাবী করেছেন।
শাকিল ডাইংয়ের মালিক কাশেম আজাদ জানান, আমি দীর্ঘদিন যাবৎ এ ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছি। সরকার কতৃক নির্ধারিত নিয়ম মেনেই আমি ব্যবসা পরিচালনা করে আসছি। আমার ইটিপি প্লান্ট এর কাজ চলছে। তবে ডাইং পরিচালনা করতে যেসকল কাগজ-পত্রের প্রয়োজন হয় তিনি সে ব্যাপারে কিছুই বলে নি।
এছাড়াও মেম্বার রোডে আরো একটি ডাইং রয়েছে। যেটা ভান্ডারি ডাইং হিসেবে পরিচালিত। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, অত্র এলাকায় ডাইংগুলো দীর্ঘদিন যাবৎ তাদের ব্যবসা পরিচালনা করছে। অত্র ডাইংয়ের পানিগুলো নিষ্কাষন ছাড়াই সরাসরি খালে ফেলা হচ্ছে। যার দরুন জালকুড়ির এ খালটি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। এলাকার জনগণের কথা চিন্তা করে ডাইংগুলোর ব্যাপারে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত।