সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে মাসদাইর, শামীম ওসমান ও প্রশাসনের সুদৃষ্টি কামনা

দৈনিক তালাশ.কম:সন্ত্রাসী জনপদের আরেক নাম মাসদাইর এখানে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে সন্ত্রাসীদের রাম রাজত্ব। সন্ত্রাসীদের মাদক, ইভটিজিং, ছিনতাই, মানুষ হত্যাসহ নানা অপকর্মে অতিষ্ঠ সাধারণ জনগণ।

পশ্চিম মাসদাইর এলাকার যোসু মিয়ার ছেলে অনিক, ফারিয়ার মোড়ের রমু ও তার ছেলে ফরহাদ, নাতি অনিক, ঘোষেরবাগের ফেরদৌস ও জাহিদ। কে বা কার নেতৃত্বে তারা এসব সন্ত্রাসী কর্মকান্ড করছে, এ প্রশ্ন এলাকার জনগণের।

কিছুদিন আগে পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় আলামিন ওরফে দানিয়াল (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় শুভ (২২) নামে আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে চাষাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ফতুল্লার মাসদাইর এলাকার দেলোয়ার মিয়ার ছেলে।
এই ঘটনায় জড়িতদের নাম বলেছে আহত শুভ। এরা হলো, অনিক, ফরহাদ, ফরমা রমু, লাবু, মুরাদ, সম্রাট, জুম্মান সহ কয়েকজন অপরাধীর নাম। তাছাড়া এলাকায় খবর নিয়ে জানা যায়, এ ঘটনার সূত্রপাত হয় মাসদাইরের
ফারিয়ার মোরে বাস ব্যবসার অন্তরালে হোটেল মাসুদ, ফরহাদ, অনিক, রমু মাদক ব্যবসা পরিচালনা করে। তাছাড়াও মাসদাইরে গুদারাঘাটের মনির মিয়ার ছেলে সাঈদও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তাছাড়াও মাসদাইর গুদারাঘাট, পতেঙ্গার মাঠ, বেকারির মোড়, ঘোষের বাগ, গাইবান্ধা বাজার, পশ্চিম মাসদাইর বিসিক সহ বিভিন্ন এলাকায় ঝুট সন্ত্রাসী ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে একের পর এক হত্যাকান্ড এবং এলাকায় প্রভাব বিস্তার করছে সন্ত্রাসী সাঈদ।
মাসদাইর বাজার জামে মসজিদের সামনে পৌরসভা মার্কেট ডাইংকের সামনে ইমনের নেতৃত্বে চলছে ইয়াবা, গাঁজা, আর গুদারাঘাটে মাদক সম্রাজী পারুলি ও তার ভাই জমজমাট ফেন্সিডিলের ব্যবসা। রওশন আরার দুই মেয়ের জামাই রাসেল ও পারভেজ হেরোইনের ব্যবসা করে। প্রায় ১৫ জন সেলসম্যানের মাধ্যমে পুরো বৃহত্তর মাসদাইর জুড়ে তারা এ অবৈধ মাদকের ব্যবসা গড়ে তুলেছে। প্রশাসনের চোঁখে ফাঁকি দিয়ে তারা এ শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছে। এতে করে উদ্বিগ্ন হয়ে উঠেছে অভিভাবক মহল। এলাকাবাসী অতিদ্রুত এসকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য  সাংসদ শামীম ওসমান ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *