মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রাউন্ড শর্ট ক্রিকেট টুর্ণামেন্টে গোগনগর একাদশ চ্যাম্পিয়ন

দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে গ্রাউন্ড শর্ট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১শে ফেব্রুয়ারী) রাতে সৈয়দপুর আল-আমিন নগর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উৎসব মুখর পরিবেশে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আবুল কালাম মুন্সি এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোঃ আহম্মেদ কাউসার। এছাড়াও শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার শেখ মোঃ রফিক (মেম্বার)।

ফাইনালে বেলবন স্টার বনাম গোগনগর একাদশ অংশগ্রহণ করে। এতে বেলবন স্টার’কে ৯ রানে হারিয়ে গোগনগর একাদশ দল চ্যাম্পিয়ন ট্রপি জয়লাভ অর্জন করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ শিরোপা অর্জন করেন মোঃ ইরফান।

আল-আমিন নগর জামে মসজিদের উপদেষ্টা মোঃ আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে এবং মোঃ হাসান প্রধানের সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক শুক্কুর মাহমুদ, জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জনি, মোঃ কবীর হোসেন, মিন্নত আলী বিশাল, মোঃ মনির হোসেন, আব্দুল রাজ্জাক শিকদার, মোঃ কবির ও সাগর সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *