দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির উদ্বোধন উপলক্ষে অধিবাস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে মন্দির থেকে বের হয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়।
শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির পুনর্নির্মিত হলো। এ উপলক্ষে আজ মন্দিরে যজ্ঞ-সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার উদ্বোধন। পূজো শুরুর আগে মন্দিরে নদীর জল ঢালবেন ভক্তরা। এসময় প্রায় তিন থেকে চারশত ভক্ত পদযাত্রা করে শীতলক্ষ্যা নদী থেকে জল নিয়ে আসেন।
এবিষয়ে সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য বলেন, এই মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মন্দির। যার নামে এই নারায়ণগঞ্জের নামকরণ করা হয়েছিল। এটা ভগ্ন অবস্থায় মেরামত করে নতুনভাবে আত্মপ্রকাশ করা হয়েছে।
আজ অধিবাস এবং আগামীকাল বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে উদ্বোধন করা হবে। শাস্ত্রীয়মতে এই মন্দিরে বিভিন্ন ধরনের পূজা অনুষ্ঠিত হবে। আগামীকাল ঢাকার রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ উপস্থিত থাকবেন। এছাড়াও নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ একোনাথানন্দজী মহারাজসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন।