দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ আওয়ামী সরকারের দু:শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় উপজেলা সদরের এশিয়া ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় সাম্প্রতিক বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে নানান শ্লোগান দেয়া হয় এবং ড্যামি নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় দেয়া সাজা বাতিল প্রভৃতি দাবিতে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান সম্মলিত লিফলেট করা হয়। বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড বটতলায় আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট বক্তব্য দেন। তিনি নেতাকর্মীদের সরকার পতনের আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান।সভাপতিসহ অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কিউ, এম, সাঈদ টিটো, প্রচার সম্পাদক আমিন ইসলাম, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, উপজেলা মহিলা দলের সভাপতি ও জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াজদানী শাম্মি, ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, সদস্য চঞ্চল রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ প্রমুখ এতে নেতৃত্ব দেন।