চার শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড

দৈনিক তালাশ.কমঃচট্টগ্রামে চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে নাছির উদ্দিন (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) জিকো বড়ুয়া

তিনি বলেন, রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদরাসার শিক্ষকতা করতেন নাছির উদ্দিন। পাশাপাশি একই মাদরাসার হোস্টেল সুপারের দায়িত্বেও ছিলেন তিনি। এসময় চার শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে নাছিরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ১১ জন সাক্ষীর সাক্ষের ভিত্তিতে এ রায় দেওয়া হয়। রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে হাজির ছিলেন। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার ছোট বেওলা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

আদালতের নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ১২ অক্টোবর ওই মাদরাসার ৪ শিশু শিক্ষার্থী নাছির উদ্দিনের ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নাছির উদ্দিনের নামে মামলা করেন। তদন্ত শেষে আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এর দুই বছর পর ২০২২ সালের ২৪ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্য শেষে রোববার রায় দিলেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *