কুলটিয়ায় গুলি করে হত্যার চেষ্টা ঘটনায় গ্রেফতার-৩

দৈনিক তালাশ.কমঃঘটনার বিবরন : ইং ১৬/০২/২০২৪ তারিখ রাত ০৯.০৫ ঘটিকায় মনিরামপুর থানাধীন কুলটিয়া মোড়ে জনৈক নিপুন বিশ্বাসের তেলের দোকানে স্থানীয় মানবেন্দ্র মন্ডল(৩৮), পিতা-মৃনাল কান্তি মন্ডলকে ২টি মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা ৬ জন অতর্কিতভাবে হামলা করে গুলি করে হত্যার চেষ্টা করে। স্থানীয় জনগনের ধাওয়া খেয়ে ১ জন মোটরসাইকেল আরোহীকে আটক করে এবং থানা ও ডিবি পুলিশ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌছে গ্রেফতারকৃত মোটরসাইকেল আরোহীর তথ্য মতে অভিযান করে আরো ২ সদস্যকে আটক করতে সক্ষম হয়। গুলিবিদ্ধ মানবেন্দ্র কে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনা সংক্রান্তে আহত মানবেন্দ্র মন্ডলের পিতা মৃনাল মন্ডল বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা দায়ের করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, আহত মানবেন্দ্র মন্ডল শার্শা উপজেলায় “দিশা” নামক শিক্ষা পাঠ্যক্রমে কাজ করেন, স্থানীয় ঘের নিয়ে প্রতিপক্ষদের বিরোধের জেরে ভাড়াটে চরমপন্থী সদস্য ” ওলিয়ার চেয়ারম্যান ” হত্যা মামলার আসামী দূর্জয় ও শিশিরের মাধ্যমে সহযোগী অন্যান্যদের দিয়ে মানবেন্দ্র মন্ডল কে গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করে, কিন্তু গুলি লক্ষভ্রস্ট হয়ে প্রানে বেঁচে যায় মানবেন্দ্র।

গ্রেফতারকৃত আসামী:
১. শিশির মন্ডল(৩০), পিতা-নারায়ন মন্ডল,সাং-সমসপুর, ২। আঃ হান্নান গাজী(৩৮), পিতা-মৃত সোহরাব গাজী, সাং-বুইকারা উভয় থানা- অভয়নগর ৩। তন্ময় সরকার(১৯), পিতা- অমল সরকার, সাং-বাহাদুরপুর, থানা- মনিরামপুর, সর্বজেলা- যশোর।

উদ্ধার:
১। আসামীদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল।
২। আসামীদের ব্যবহৃত লোহার রড।
৩। ১ রাউন্ড অবিস্ফোরিত গুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *