সৈয়দপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধুকে পিটানোর অভিযোগ 

দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ সদর থানাধীন সৈয়দপুর আলআমিন নগর এলাকায় দীর্ঘদিন যাবত সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে লাকী আক্তার (৩৭) নামের এক গৃহবধুকে এলোপাথারী ভাবে বেধরক পিটিয়ে গুরুতর আহতের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল খানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লাকী আক্তার স্থানীয় এলাকার মো: ইকবাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় ভূক্তভোগী লাকী আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগের বিবরনে ভূক্তভোগী গৃহবধু লাকী আক্তার জানান, চলতি মাসের গত (১২ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে সদর থানাধীন সৈয়দপুর রশিদ বেপারীর ছেলে মন্টু (৪৫),আউয়াল, মন্টু মিয়ার স্ত্রী পারুল, মন্টু মিয়ার ছেলে সাইফুল সহ অজ্ঞাতনামা ৩/৪ জন ৩০নং আলআমিন নগর আমার বসত বাড়িতে প্রবেশ করে জমি সংক্রান্ত বিষয়ে কথা বলার এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই আমাকে এলোপাথারী ভাবে কিল ঘুষি মেরে নীলা ফুলা জথম করে পিঠে ও পেটে লাথি মেরে টেনে হেচরে পরিহিত জামা-কাপড় ছিড়ে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় আমার সঙ্গে থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন যার মূল্য (চল্লিশ হাজার) টাকা এবং ডাক চিৎকারে আমার ননদ লিপি এগিয়ে আসলে তার কাছ থেকে তিন রত্তি ওজনের স্বর্ণের একটি নাকফুল যার মূল্য (চব্বিশ) হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আমাদেরকে প্রান নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসি এগিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) হাফিজুল জানান, লিখিত অভিযোগ আমি হাতে পেয়েছি এ বিষয়ে দুই পক্ষকে সাথে নিয়ে বসবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *