দৈনিক তালাশ.কমঃবাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৩০০শয্যা হাসপাতাল ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ই ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ৩০০শয্যা বিশিষ্ট হাসপাতালে বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির অফিসে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৩০০শয্যা হাসপাতাল ইউনিটের নবনির্বাচিত কমিটির সভাপতি নুরে আলম রনির সভাপতি তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাউথ নূরে শফিউল কাদের।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,সারা বাংলাদেশে ৬৬৩ টি কার্যালয় এরমধ্যে নারায়ণগঞ্জের ৩০০ হাসপাতালের কার্যালয়কে কেন্দ্রীয় কমিটি ডিজিটাল ইউনিট হিসেবে ঘোষণা করেছে।এগুলোর যত সুবিধা আছে পর্যায়ক্রমে আপনারা পেতে থাকবেন। কিছু অবসরপ্রাপ্ত লোক আছে যারা আমাদের বেতন ভিত্তি করবে বলে থাকেন কিন্তু তারা কিভাবে বৃদ্ধি করবেন আমার বুঝে আসেনা, তারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে সংগঠনের সভাপতি হতে চায় কিন্তু তারা স্বাক্ষর করতে জানেনা।কিছু দালাল ধরে তাদেরকে দিয়ে ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের মিথ্যা ও বানোয়াট নিউজ করাচ্ছে আমি অনুরোধ করবো সাংবাদিক ভাইদের নিউজ করার পূর্বে তথ্যটি যাচাই-বাছাই করে নিবেন। নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে দিকনির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা কাজ করেছি এবং তিনি পুনরায় আবার আমাদের মাঝে প্রধানমন্ত্রী হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রী উনি কর্মচারীদের জন্য উনার হৃদয়ে ভালোবাসা জমিয়ে রেখেছেন আশা করছি খুব শিগগিরই তা উজার করে দিবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৩০০শয্যা হাসপাতাল ইউনিটের নবনির্বাচিত কমিটির সভাপতি নুরে আলম রনি, সহ-সভাপতি সাইদুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি ইয়াসিন ফকির, যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম জেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রানা, মহিলা সম্পাদিকা ফরিদা বেগম, সদস্য মিঠুন কুমার রাম প্রমুখ।