কালিহাতীতে ঋতুরাজ বসন্ত এমপি লতিফ সিদ্দিকীকে ফিরালেন যৌবনে

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি :কলেজের শিক্ষার্থীদের সাথে নাচে গানে আনন্দ উৎসবে মেতে উঠেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী। এ যেন ঋতুরাজ বসন্ত এমপি লতিফ সিদ্দিকীকে ফিরালেন যৌবনে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজে সারাদিন ব্যাপী আয়োজন করা হয় বসন্ত উৎসব অনুষ্ঠান ১৪৩০। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী। তিনি এই উৎসবে কলেজের শিক্ষার্থীদের সাথে নাচে গানে আনন্দ উৎসবে মেতে উঠেন। শিক্ষার্থীরাও এমপি লতিফ সিদ্দিকীকে কাছে পেয়ে তাঁর সাথে সেলফি উঠেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি লুৎফর রহমান মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী থানার ওসি কামরুল ফারুক, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী, অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাংড়া ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা , উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা প্রমুখ।

এসময় কলেজের শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ, সাংবাদিক প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *