দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মহাদেবপুরে পারিবারিক বিরোধে স্বামী স্ত্রী অভিমান করে, স্বামী সমুন হোসেন (৩০) ও স্ত্রী গোলাপি খাতুন (২৮)গ্যাস ট্যাবলেট বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, সাতেই ফেব্রুয়ারি রাত দশ ঘটিকায় মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বুজরুক বড়াইল গ্রামে। নিহত সমুন হোসেন বড়াইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও গোলাপী খাতুন পার্শ্ববর্তী সরস্বতী পুর গ্রামের রহিম উদ্দিনের মেয়ে। সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত সমুন হোসেন পেশায় ছিলেন একজন ভ্যান চালক এবং তার ফাঁকে ফাঁকে সরস্বতীপুর বাজারে কুলির মজুরির কাজ করতেন। এই কাজের মাধ্যমে গোলাপি খাতুন এর সাথে তার সম্পর্ক হয়। এই সম্পর্কের মাধ্যমে গত ৫-৬ দিন আগে কাউকে না জানিয়ে গোলাপি খাতুন কে দ্বিতীয় বিবাহ করেন সুমন হোসেন। তার প্রথম স্ত্রী বাবার বাড়ি যাওয়ার সুযোগে দ্বিতীয় স্ত্রী গোলাপী খাতুনকে বিয়ের তিনদিন পর নিজ বাড়িতে আনেন। নিহত সমুন হোসেনের প্রতিবেশীরা জানান, প্রতি রাতের মতোই রাতের খাবার খেয়ে শুয়ে পরেন,কিছু সময় পর তাদের বাড়িতে হই চই শোনা যায়। হই চই এর ফাঁকে তার স্ত্রী গোলাপি খাতুন গ্যাস ট্যাবলেট খেয়ে নেন একটু পর তার স্বামী সমুন হোসেন ও খান। গ্যাস ট্যাবলেট তারা খেয়েছেন বুঝতে পেরে গ্রামবাসীরা নওগাঁ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে ওয়াশ করার কিছু পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক প্রতিবেদককে জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামী ও স্ত্রীর মাঝে মান অভিমান থেকে তারা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।