ডিএনসি দিনাজপুর বোচাগঞ্জ উপজেলায় অভিযানে ৫ কেজি গাঁজাসহ ১ জন গ্রেপ্তার

দৈনিক তালাশ.কমঃ০৮/০২/২০২৪ খ্রিঃ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় রামপুর এলাকায় মোঃ রুস্তম আলীর (৩০) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে অভিযুক্ত রুস্তম আলী, পিতা-মৃত. রহিম উদ্দিন-কে ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হলেও তার সহযোগী মোঃ সুমন ইসলাম (২৮), পিতা- মোঃ ফয়জুল সুকৈৗশলে পালিয়ে যায়।
এ ঘটনায় মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করে ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, নিয়মিত অভিযান চলছে। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *