মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ বিদায় ও দোয়া অনুষ্ঠিত

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি :টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন বাংড়া ইউনিয়নের শোলাকুড়ার মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত । বুধবার (০৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার মোঃ ছরোয়ার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ৫ নং বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেক আহমেদ, স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল হোসেন মোল্লাহ। আরো উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাছেদ সিদ্দিকী, স‍্যার মোকদম আলী মাষ্টার, বাংড়া ইউপি মেম্বার শহীদুল ইসলাম ও বাংড়া ইউপি মেম্বার জোবায়েদ হোসেন জুয়েলসহ সম্মানিত ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, কোমলমতি ছাত্র-ছাত্রী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *