দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মান্দায় ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় গণধোলাই
নওগাঁর মান্দায় ব্যাটারি চালিত চার্জারভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় মাসুদ রানা (২৬) নামে এক জনকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে মান্দা সদরের ইউনিয়নের সাহাপুকুড়িয়া গ্রামের জিতেন্দ্রনাথ ডাক্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এসময় চোরাই ভ্যানটি উদ্ধার করা হয়।
আটককৃত মাসুদ রানা নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চকশিতা গ্রামের সমতুল্যার ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আগামীকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে আটককৃত ব্যাক্তিকে জেল হাজতে পাঠানো হবে।