দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: হযরত খাজা মঈনউদ্দীন চিশতী (র:) এর স্মরণে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বাদ মাগরিব গোগনগর ইউনিয়নের সুকুমপট্রি পূর্ব মসিনাবন্দ এলাকায় সুকুমপট্রি এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের জনপ্রিয় সফল মেম্বার শেখ মোহাম্মদ রফিক মেম্বার।
এসময় ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করেন কমিটির নেতৃবৃন্দরা।
গোগনগর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাজী মোঃ মোক্তার হোসেন সুকুমের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজ সেবক মোঃ মতিউর রহমান জম্মদারের সার্বিক পরিচালনায় এ ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লার শাসনগাঁয়ের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সু-মধুর কন্ঠস্বর হাফেজ ক্বারী মাওলানা মুফতি শেখ মোহাম্মাদ হাফিজুর রহমান আল-কাদেরী, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়নের গাউছুল আজম জামে মসজিদের প্রেস ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মুফতি গাজী আব্দুল হাফিজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।