দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের আল আমিন নগর এলাকার জি,এম,সির জাবালে নূর জামে মসজিদের দানবাক্স ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেন জাবালে নূর জামে মসজিদের সভাপতি হাজী আবুল কালাম মুন্সী।
এ সময় তিনি বলেন, আমি ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে এশার নামাজ শেষ করে বাসায় ফিরি এবং ফজর নামাজ পরতে মসজিদে গেলে তখন দেখি মসজিদের দানবাক্সটির তালা ভাঙ্গা বিতরের টাকা পয়সা নেই। এর আগেও গত ৩ ফেব্রুয়ারি রাতে মসজিদের পানির মটরপাম্প চুরি হয়।আনুমানিক ৬ থেক ৭ মাস আগেও পানির মটরপাম্প চুরি হয।
তিনি আরো জানান, জি,এম,সির পিছনে ময়লার বাঘাড় থাকার কারণে মাদকব্যবসায়ী ও মাদকাসক্তরা সেখানে অবস্থান করে থাকে। এলাকাবাসীরা মনে করেন এই মাদকাসক্তদের কারণেই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় চুরি হচ্ছে। এ বিষয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।