নাসিম ওসমান সেতুর পশ্চিম পাশে শীতলক্ষ্যা নদীর তীরের পাথর চুরির অভিযোগ

দৈনিক তালাশ.কমঃ নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর ইউনিয়নের সৈয়দপুর কয়লাঘাট এলাকায় নাসিম ওসমান (তৃতীয় শীতলক্ষা) পাড়ে সেতু রক্ষা নির্মান বাধের উপর রাখা পাথর দিনের বেলায় ও রাতের আধারে স্থানীয় এলাকার প্রভাবশালী ব্যাক্তিদের ছত্র- ছায়ায় নদীতে বাল্কেহেড রেখে বেকু দিয়ে উঠিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে এমনই অভিযোগ স্থানীয় এলাকাবাসির!

রবিবার (৪ ফেব্রয়ারী) দুপুরে গোগনগর ইউনিয়নের সৈয়দপুর কয়লাঘাাট এলাকায় নাসিম ওসমান (তৃতীয় শীতলক্ষা) সেতুর বুড়িগঙ্গ্ নদীতে গিয়ে সরেজমিনে এমনই দৃশ্য দেখা গেছে!

নাম প্রকাশ না করার শর্তে গোগনগর ইউনিয়নের স্থানীয়রা জানায়, দিনের বেলায় ও রাতের আধারে স্থানীয় এলাকার প্রভাব শালী ব্যাক্তিদের ছত্র-ছায়ায় নদীর পাড়ে রাখা নদী রক্ষা বাধের পাথর গুলো বেকু দিয়ে উঠিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। গোগনগর ইউনিয়ণ পরিষদের স্থানীয় এলাকার মেম্বার রুবেল, মেম্বার জাহাঙ্গীর, মেম্বাল হাবু এ ঘটনায় জরিত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। যদি প্রতিদিন এভাবে সেতুর পিলারের নীচ থেকে এবং নদীর পাড় থেকে পাথর সরিয়ে নেওয়া হয় তাহলে নাসিম ওসমান সেতুটি অত্যান্ত ঝুকি পূর্ণ হয়ে ভেঙ্গ যেতে পারে। ঘটে যেদে পারে এক ভয়াবহ দূর্গটনা!

নারায়ণগঞ্জ বি,আই,ডব্লিউ,টিইএ এর নাম প্রকাশ না করার শর্তে একজন উর্ধ্বতন কর্মকর্তার নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সেতু প্রকল্পের কাজগুলো ঢাকার প্রকৌশলীদের মাধ্যমে হয়েছে। সেতুর নদীর তীরর্তী পাড় থেকে পাথর নেয়ার বিষয়টি আমরা জানতে পরেছি। আমাদের দপ্তর থেকে ইতিমধ্যে নারায়ণগঞ্জ নৌ থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করা হয়েছে এবং বলা হয়েছে সেতুর নীচ থেকে কেউ পাথর উঠিয়ে নিলে তাকে যেন গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *