মরহুম মহিউদ্দিন প্রধানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ

দৈনিক তালাশ.কমঃ নাসিক ১৪নং ওয়ার্ডে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় প্রয়াত কমিশনার মহিউদ্দিন প্রধানের ১৯তম মৃত্যুবার্ষিকী পালন করেছে মরহুমের পরিবার।
রবিবার (৪ ফেব্রুয়ারী) দিনব্যাপি নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে নিজেদের প্রিয় কমিশনারকে স্মরণ করেছে নাসিক ১৪ নং ওয়ার্ডের ডি.এন রোড নন্দীপাড়া এলাকাবাসী।
দিনব্যাপি কর্মসূচীর মধ্যে মরহুম মহিউদ্দিন প্রধানের রুহের মাগফিরাত কামনায় সকালে পরিবারের পক্ষ থেকে পবিত্র কোরআন খতম পড়ানো হয়। পরে সকাল ৯টায় নাসিক ডিএন রোড নন্দীপাড়া এলাকার যুবসমাজের উদ্যোগে ১৪নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলারের কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এছাড়াও বাদ আসর ডিএন রোড নন্দীপাড়ায় বায়তুল মাহফুজ জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে এলাকাবাসী। উক্ত দোয়া মাহফিলে প্রায় দেড় হাজার এলাকাবাসী অংশগ্রহন করে প্রয়াত কমিশনার মহিউদ্দিন প্রধানের রুহের মাগফিরাত কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহাদাত হোসেন সাজনু, মরহুমের বড় ভাই নাসিক ১৪নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, নাসিক ১৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শুক্কুর আলী, খাজা রহমান, এস এম সিরাজুল ইসলাম, সেইন্ট সিরাজ, মিলন, মামুন, কাওছার, বাবু সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মরহুম মহিউদ্দিন প্রধানের দুই পুত্র দর্পন প্রধান ও অর্পন প্রধান এবং কাউন্সিলর শফিউদ্দিন প্রধানের পুত্র পবন প্রধান সহ তাদের বন্ধুমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *