দৈনিক তালাশ.কমঃ মো: জাহিদ হাসান বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের প্রধান সমস্যা হচ্ছে যানজট ও হকারদের রাজত্ব সেই সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠক। নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন কোনো ফিটনেস বিহীন ও বিআরটি পারমিট ছাড়া কোনো গাড়ি চলাচল করতে পারবে না রুটে যা গাড়ি দরকার তাই পারমিট দেওয়ার অনুরুধ করেন। ৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় এই বৈঠক অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি, নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার),নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক,নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য সেলিম ওসমান আরে অনেক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।