কুষ্টিয়া দৌলতপুরে শ্রমিক লীগের নেতা মাহি বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুর

দৈনিক তালাশ.কমঃদৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলত পুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় উপজেলা শ্রমিক লীগের নেতার মাহি বিশ্বাসের বাড়ি ভাঙচুর এবং পরিবারের লোকের উপর হামলা ও ভবিষ্যতে মাহি বিশ্বাসকে হত্যার হুমকি দিয়েছেন বর্তমান এমপি রেজাউল চৌধুরীর ক্যাডার বাহিনী।

শ্রমিক লীগ নেতা মাহি বিশ্বাস বলেন, সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আ.কা.ম সরোয়ার জাহান বাদশা সাবেক এমপি এর নির্বাচন করি এবং প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী রেজাউল চৌধুরী ট্রাক প্রতীক নির্বাচন করেন। প্রতিপক্ষরা বর্তমান স্বতন্ত্র এমপি রেজাউল চৌধুরীর পক্ষে নির্বাচন করেন এবং আমরা নৌকা প্রতীকের নির্বাচন করায় উক্ত নির্বাচনের জের ধরে দীর্ঘদিন যাবত আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে। সর্বশেষ অদ্য ইং ০১/০২/২০২৪ তারিখে বেলা অনুমান ১.৩০ ঘটিকার সময় উপরে উল্লেখিত আসামীগন সহ অজ্ঞাতনামা ৬/৭ আসামীগন আমার পিতার বাড়ীতে অতর্কিত ভাবে হামলা চালায়। তখন আমার স্ত্রী বাড়ীতে হামলা করিতে নিষেধ করলে তানভীর চৌধুরী হুকুম দিয়ে বলেন শালাদের বাড়ী ঘর ভাংচুর করে শেষ করে ফেল নৌকার ভোট করার স্বাদ মিটেয়ে দেয়। আরজু চৌধুরী তার হাতে থাকা ক্রিকেট ষ্ট্যাম্প দিয়ে আমার স্ত্রীকে এলোপাতাড়ী ভাবে মারপিট করিয়া কালশিরা ফোলা জখম করে। মেহেদী হাসান তার হাতে থাকা লোহার রড দিয়ে আমার ছোট ভাই সোয়েব বিশ্বাসকে এলোপাতাড়ী ভাবে মারপিট করিয়া কালশিরা ফোলা জখম করে। নাইম আমার পিতার বাড়ীর ভিতর প্রবেশ করিয়া আমার মাতার বাম এবং ডান গালে/চোয়ালে এলেপাতাড়ী ভাবে চর থাপ্পড় মারতে থাকে। অজ্ঞাত ৬/৭ জন আমার পিতার বাড়ীর জানালা দরজায় এলোপাতাড়ী ভাবে ইট পাটকেল মারে। এছাড়াও আসামীগন হুমকি দিয়া যায় যে, আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে নৌকার ভোট করা শিখিয়ে দেবে এবং আমাকে যেখানে পাবো সেখানেই হত্যা করবো বলে হুমকি দেয়। উক্ত সময় আমার স্ত্রী ও ছোট ভাই ও মাতার শোর চিৎকারে আশেপাশের আরো লোকজন আগাইয়া আসিলে আসামীগন ভবিষ্যতে আমাকে সহ আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে খুন জখমের ভয়নদেখাইয়া চলিয়া যায়। ঘটনাস্থলে সাক্ষীদের সহায়তায় আমার মাতা, স্ত্রী ও ছোট ভাই থানায় ফোন দিলে পুলিশ এসে আমার পরিবারের সদস্যদের উর্দ্ধার করে এবং তাহারা প্রাথমিক চিকিৎসা গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *