নওগাঁর মান্দায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবদুল খালেককে বিদায় সংবর্ধনা

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মান্দায় জনতা ব্যাংক পিএলসি ‘মান্দা শাখা’র ব্যবস্থাপক আব্দুল খালেককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে নতুন শাখা ব্যবস্থাপক মুহাম্মদ ফজলে রাব্বীকে বরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে মান্দা শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকটির নওগাঁ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক এনামুল বশির।ব্যাংকের মান্দা শাখা কার্যালয়ের সিনিয়র অফিসার রায়হান সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, নওগাঁ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ওমর ফারুক, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিনা পারভীন, গ্রাহক শরিফুল ইসলাম, সত্যেন্দ্রনাথ প্রামানিক, মোজাম্মেল হক মুকুল ও নেকবর হোসেন।
নওগাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *