দৈনিক তালাশ.কমঃবাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর রোগ মুক্তি কামনা করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। সোমবার ২৯ জানুয়ারি বিকেলে নগরীর ২ নম্বর রেলগেট সংলগ্ম জেলা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম ও মহানগর স্বেচ্ছাসেবক লীগে সেক্রেটারি প্রার্থী কায়কোবাদ রুবেলের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম জানান, সদ্য জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিমের দিক নির্দেশনা স্বেচ্ছাসেবক লীগকে সারাদেশে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজাবউল হোসেন সাচ্চু। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। সেই সাথে তিনি যেন সুস্থ্য হয়ে সংগঠনকে নেতৃত্বে দিতে পারেন সেই কামনা করি। একই সাথে তার মায়ের সুস্থ্যতার জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহসিন সিপাহি, আবু বক্র সিদ্দিক, জয়নাল আবেদীন রাজু, মো. খোকন, শাকিল আহম্মেদ, মাহমুদুল হাসান, মহি উদ্দিন,রবিন খান বাবু, মিুল, সাইফুর রহমান সুমন,মাহবুব, জামাল, সাইদ, জালাল, ইমন।