দৈনিক তালাশ.কমঃঅদ্য ২৯/০১/২০২৪ খ্রি. তারিখে জোবিঅ-ফতুল্লার আওতাধীন ওয়াব্দার রোড,পিলকুনি, নন্দলারপুর,ফতুল্লা এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তামশিদ ইরাম খান এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ভাই ভাই কেমিক্যাল এন্ড এগ্রো নামে একটি কয়েল ও একটি ভুট্টা ফ্যাক্টরির ৩/৪” সার্ভিস লাইনের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার কারণে সংযোগ কিলিং করা হয়।আনুমানিক ৬০০ ফুট ৩/৪” পাইপ জব্দ করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, দুইটি অবৈধ আবাসিক গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন প্রকৌ. মুহাম্মদ মশিউর রহমান, ব্যবস্থাপক (জোবিঅ-ফতুল্লা), প্রকৌ. মোস্তাক মাসুদ ইমরান, ব্যবস্থাপক (জোবিঅ-নারায়ণগঞ্জ ) এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
তিতাসের এই অভিযান নিয়মিত চলবে বলে ফতুল্লা জোনের ব্যবস্থাপক জানান। অভিযান পরিচালনা সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ দেন।