দৈনিক তালাশ.কমঃমাদক ব্যবসায়ী সেলিম (কসাই সেলিম) ও রাসেল (কসাই রাসেল) সহোদর দুই ভাইয়ের ছত্রছায়ায় ফতুল্লার মাসদাইর ও গলাচিপা এলাকার বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে, নির্মাণাধীন এপার্টমেন্টের ভিতরে, গ্যারেজ গলি, কান্দইন্না বাড়িসহ সহ আশপাশ এলাকা হয়ে উঠেছে অপরাধ আর অপরাধীদের অভয়ারণ্যে।
সহোদর দুই ভাই সেলিম (কসাই সেলিম) ও রাসেল (কসাই রাসেল) ফতুল্লার মাসদাইর ও গলাচিপা এলাকায় এক শ্রেনীর পেশাদার অপরাধীদের ব্যবহার করে উল্লেখিত এলাকাজুড়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ সমাজ বিরোধী নানা অপরাধের জন্ম দিয়ে স্থানীয়বাসীর জীবন যাত্রাকে করে তুলেছে অসহনীয় যন্ত্রণাময়।
মাসদাইরের নাছির কসাই’র ছেলে সেলিম ওরফে কসাই সেলিম ফতুল্লাসহ পুরো নারায়ণগঞ্জের চিহ্নিত একজন মাদক কারবারি। এর আগে বেশ কয়েকবার মাদকসহ প্রশাসনের কাছে গ্রেপ্তার হলেও প্রতিবারই জামিনে এসে কৌশল বদলে ফের মাদক কারবার জড়িয়ে পড়েন।
উল্লেখিত এলাকাজুড়ে অতিতের যে কোন সময়ের চাইতে বর্তমানে মাদক হয়ে উঠেছে অতিমাত্রায় সহজলভ্য। প্রতিটি অলি-গলিতে হাত বাড়ালেই মিলছে হালের ক্রেজ খ্যাত ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেনসিডিল ও হেরোইন সহ নানা মাদকদ্রব্য।
থানা পুলিশের কথিত সোর্সরা আর্থিক সুবিধা নিয়ে তাদেরকে সহোযোগিতা করে থাকে। নির্ভরযোগ্য একাধিক সূত্র মতে, এ সকল অপরাধীদের সাথে থানা পুলিশের বেশ কয়েক কর্মকর্তার সাথে রয়েছে গভীর সখ্যতা।
মাদক ব্যবসায়ী সেলিম (কসাই সেলিম) ও রাসেলের (কসাই রাসেল) রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী তার উপর পুলিশের সাথে গভীর সখ্যতা রয়েছে। ফলে নির্যাতিত ভুক্তভোগীদের কেউ ক্ষতিগ্রস্থ হলেও নতুন করে এই সন্ত্রাসী বাহিনীর রোষানলের শিকার হবার ভয়ে কেউ প্রতিবাদ বা আইনি সাহায্য গ্রহণ করার সাহসটুকু পর্যন্ত করেন না। উল্লেখিত এলাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণে মাদক ব্যবসায়ী সেলিম ও রাসেলের রয়েছে বিশাল এক বাহিনী।
স্থানীয় সকল পেশাজীবি মহলের দাবী মাদক ব্যবসায়ী সেলিম ও রাসেলসহ অপরাধীদের গ্রেফতার করা হলে অনেকাংশেই নির্মূল হবে মাসদাইর ও গলাচিপাসহ আশপাশ এলাকার অপরাধ। আর তাই তাদেরকে গ্রেফতারে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় এলাকাবাসী।