নওগাঁর দশ টাকা মজুরি কম দেয়ায় খরিদ্দারকে পিটিয়ে হত্যা দর্জির যাবজ্জীবন করাদন্ড

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর পোরশায় ১০ টাকা মজুরি কম দেয়ায় একজন খরিদ্দারকে পিটিয়ে হত্যা মামলায় মফিজ উদ্দিন (৬৮) নামে এক দর্জির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের করাদন্ডের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি পোরশা উপজেলার সোমনগর গ্রামের ইউনুস আলী তার জ্যাকেটের চেইন লাগানোর জন্য পাশের সুতলী বাজারে দর্জি মফিজ উদ্দিনের দোকানে যান। চেইন লাগানোর মজুরি হিসেবে দর্জি মফিজ উদ্দিন ৩০ টাকা দাবি করেন। কিন্তু ইউনুস ২০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মাঝে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দর্জি মফিজ উদ্দিন বাঁশ দিয়ে ইউনুসের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইউনুসকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে ইউনুসের মৃত্যু হয়।

এব্যাপারে ইউনুসের ভাই সোনাবর আলী বাদি হয়ে পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় থানা পুলিশ আদালতে চার্জশীট দাখিল করলে দীর্ঘ শুনানী শেষে বিচারক রায় দেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নওগাঁ দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল খালেক। আসামিপক্ষে আইনজীবী ছিলেন লিগ্যাল এইডের অ্যাডভোকেট দেওয়ান আবু হোসেন।রায়ে সন্তুষ্টি জানিয়ে অ্যাডভোকেট আব্দুল খালেক বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আগামীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়ানোর আগে যে কেউ অন্তত হাজার বার ভাববেন। বিচারক নিহতের পরিবারের সদস্যদের নগদ এক লাখ টাকা দিতে বলেছেন। সেই টাকা পরিশোধ না করলে আসামির আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *