জেলা গোয়েন্দা শাখা ফরিদপুর কর্তৃক ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

দৈনিক তালাশ.কমঃমাননীয় পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, (ভাংগা জোন), ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম বোয়ালমারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং- ২৪/০১/২০২৪ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় বোয়ালমারী থানাধীন আমগ্রাম সাকিনস্থ জনৈক আলমগীর মীর এর মিলের সামনে কাচা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ সবুর মাতুব্বর (৬৫), পিতা-মৃত সমসেল মাতুব্বর, সাং-ছোলনা, থানা বোয়ালমারী, ২। মোঃ সবুজ ৥ পিকুল (৩৪) পিতা মৃত আঃ ওহাব মোল্যা, সাং চতর, থানা- কোতয়ালী, উভয় জেলা-ফরিদপুরদ্বয়কে সর্বমোট (২৩+২)= ২৫ (পচিঁশ) বোতল ফেন্সিডিল সহ ধৃত করেন। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *