দৈনিক তালাশ.কমঃকুমারখালীতে ১৫ ফুট উচ্চতার প্রায় ৫০ কেজি ওজনের গাঁজার গাছসহ মিন্না খন্দকার (৪৫) নামে একজন গাঁজাচাষিকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ। ২২ জানুয়ারী সোমবার উপজেলার শিলাইদহ ইউনিয়নের দাড়িগ্রাম এলাকার নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মোঃ আপিল উদ্দিন খন্দকারের ছেলে। সূত্রে জানা যায়,অফিসার ইনচার্জ কুমারখালী থানার নির্দেশনায় ইং-২২/০১/২০২৪ তারিখ কুমারখালী থানার এসআই(নিঃ) নজরুল ইসলাম, সঙ্গীয় এএসআই (নিঃ) ইকবাল হোসেন, এএসআই (নিঃ) রিপন আলী বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ শিলাইদহ ইউনিয়নের দাড়িগ্রাম হতে ০১(এক) টি গাঁজার গাছ, লম্বা অনুমান ১৫ ফিট, গাছের কাঁচা পাতা ডালপালা শিকড় সহ মোট ওজন ৫০(পঞ্চাশ) কেজি সহ আসামী মিন্না খন্দকার(৪৫), পিতা-মো. আপিল উদ্দিন খন্দকার, গ্রাম- দাড়িগ্রাম , ইউনিয়ন শিলাইদাহ , থানা- কুমারখালী, জেলা কুষ্টিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।