দৈনিক তালাশ.কমঃ র্যাব-৮,সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প অদ্য ২২ জানুয়ারি ২০২৪ ইং তারিখ সময় ২০৩৫ ঘটিকায় বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা হতে মানষিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের দায়ে ধর্ষন মামলার এজাহারনামীয় অন্যতম পলাতক আসামী মোঃ রাসেল হাওলাদার (৩৫)’পিতা- মোঃ ফরিদ হাওলাদার, সাং-দক্ষিন মুরাদিয়া,৫নং ওয়ার্ড, থানা-দুমকি, জেলা-পটূয়াখালীকে গ্রেফতার করে। ঘটনার বিবরণে জানা যায়, পটুয়াখালী জেলার দুমকি থানাধীন ৫ নং ওয়ার্ড, মুরাদিয়া ইউনিয়নস্থ মোসাঃ কহিনুর বেগম (৪৫) তার মানষিক প্রতিবন্ধী মেয়ে জোসনা আক্তারকে বাড়িতে রেখে পাশের বাড়িতে গেলে মেয়েকে একা পেয়ে আসামী পানি খাবার কথা বলে ঘরে ঢুকে ধর্ষন করে পালিয়ে যায়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে পটুয়াখালী জেলার দুমকি থানায় একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং- ০৯, তারিখঃ ২৩/০৯/২০২৩ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর সংশোধনী (২০০৩) এর ৯(১)/৩০ রুজু করা হয়।