দৈনিক তালাশ.কমঃগত ১৯/০১/২০২৪খ্রিঃ তারিখ রাত ২২.৩৫ ঘটিকার সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ জাহিদ হোসেন রায়হান ও সঙ্গীয় ফোর্স সহ চৌদ্দগ্রাম থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ১১নং চিওড়া ইউনিয়নের পাতড্ডা সাকিনে কালিকসার মাদ্রাসার রাস্তার মাথায় ঢাকামুখী মহাসড়কের উপর অবস্থান করাকালীন সময়ে ০১টি প্রাইভেটকার আসতে দেখে গাড়ীটি থামানোর জন্য সংকেত দিলে চালক গাড়ীটি থামায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গাড়ীটির ভিতর তল্লাশী করে সর্বমোট ০৫ বান্ডিল গাঁজা, যার প্রতিটি বান্ডিলে ০৫ পোটলা করে সর্বমোট (০৫x০৫)=২৫ পোটলা গাঁজা, যার প্রতিটি পোটলায় ০১ কেজি করে সর্বমোট (২৫x০১)=২৫ (পঁচিশ) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার, যার রেজিঃ নং-ঢাকা মেট্টো-গ-১৩-৩৫৩৯, ইঞ্জিন নং—4E-0400048, চেসিস নং— EE101-3020091, উদ্ধার পূর্বক আসামী ১। মোঃ কামরুজ্জামান প্রকাশ রবিন (৪১), পিতা—মোঃ আবুল কাউসার, মাতা—ফরিদা ইয়াসমিন, সাং—একশত কাঠা গেন্ডারিয়া, ০২নং ওয়ার্ড, থানা—গেন্ডারিয়া, জেলা—ঢাকা,
২। মোঃ শিপন হোসেন(২৭), পিতা—মোঃ জয়নাল আবেদীন ফকির, মাতা—মোসাঃ সামছুন্নাহার্, সাং—পূর্ব মিরেশ্বরাই (নোয়াগাঁও), থানা—মুন্সিগঞ্জ সদর, জেলা—মুন্সিগঞ্জ, ৩। মোঃ মাছুদ (৩৫), পিতা—হারুন অর রশিদ, সাং—বড় বাহ্রা পশ্চিম পাড়া, পোঃ—বাহ্রা—১৩২০, থানা—নবাবগঞ্জ, জেলা—ঢাকাদ্বয়কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ০১নং আসামী মোঃ কামরুজ্জামান প্রকাশ রবিন (৪১) এর বিরুদ্ধে ০৪ টি মাদক মামলা এবং ০২নং আসামী মোঃ শিপন হোসেন (২৭) এর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-২৫, তারিখ-২০/০১/২০২৪, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(খ)/৩৮ রুজু করা হয়।