নওগাঁ আপত্তিকর অবস্থায় ৩ সন্তানের জনক এমদাদুল ও মনোয়ারা বেগমকে আটক করেছে জনতা

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মান্দায় আপত্তিকর অবস্থায় ৩ সন্তানের জনক লম্পট এমদাদুল মন্ডলকে আটক করেছে জনতা। উপজেলার পরানপুর দাওইল এলাকার বেরসিক জনতা আপত্তিকর অবস্থায় আটক করেছে তিন সন্তানের জনক, দোসতী দাখিল মাদ্রাসার পিয়ন এমদাদুল মন্ডল (৩৫) কে। অপকর্মের হোতা, লম্পট এমদাদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের দোসতী অনাহার গ্রামের কছিমুদ্দিনের ছেলে। সে পরানপুর ইউনিয়নের দাওইল গ্রামের এক সন্তানের জননী, মনোয়ারা বেগম(২৮) এর সাথে দীর্ঘদিন পরকিয়ায় গোপন অভিসারে লিপ্ত হতেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে বেরসিক জনতা মনোয়ারা বেগমের ঘরেই আটক করে লম্পটকে। এঘটনায় উভয়ের পরিবারে বিরাজ করছে চরম অশান্তি। এব্যাপারে মান্দা থানা অফিসার ইনচার্জ ওসি জানান, পুলিশ পাঠিয়েছি,দুইজনকে উদ্ধার করা হয়েছে।আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *