দৈনিক তালাশ.কমঃ নিজস্ব প্রতিবেদক: নারায়নগঞ্জে অর্ধশতাধিক শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মাসদাইর পাকাপুল এলাকার রাজন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ১১:৩০ মিনিটে চাষাঢ়া শহীদ মিনার,চাষাঢ়া রেল স্টেশন এবং ২নং রেললাইন এলাকায় প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এইসময় উপস্থিত ছিলেন,রাজন,ভিকি,সানি,নেছার,জাহাঙ্গীর,সেলিম,সুমন,রাশেদুল,পাভেল,বায়োজিদ,হিরা,ইমরান,রোহান ও শুভ।