দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জের ২নং রেলগেইটে ছিনতাইকালে লিটন নামে এক ছিতাইকারীকে আটক করেছে ট্রাফিক কনেস্ট্রেবল সহিদুল ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বিকালে ২নং রেলগেইট এলাকায় ছিনতাইকালে তাকে আটক করে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। এবং বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়। ছিনতাইকারী লিটন বন্দর উপজেলার ইদ্দিস আলীর পুত্র।
এ বিষয়ে ট্রফিক পুলিশ সহিদুল জানান, বেশ কিছু দিন যাবৎ এখান থেকে ছিনতাই হয়। অনেকে সব কিছু হারিয়ে আমাদের কাছে এসে অভিযোগ করেন। আজ আমার ডিউটিছিল যানবাহনের জানযট নিরশনের জন্য সেই মূর্হেতে একটি তাকে হাতে না হাতে ধরে সদর থানায় হস্তান্তর করি এবং নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করি।