দৈনিক তালাশ.কমঃ এই মাদক ব্যবসায়ীদের সেলটার দিচ্ছে, ফর্মা রমু ও তার ছেলে মাদক সম্রাট ফরহাদ ক’দিন ধরে অত্যাচার এলাকাবাসী অভিযোগ
মাসদাইরে ডিস্ট্রিক্টবাস কাউন্টার রের অন্তরালে হোটেল মাসুদের জমজমাট মাদক ব্যবসা খানকার মোড় থেকে ফারিয়ার মোড় পর্যন্ত হোটেল মাসুদের,জম জমাট মাদক ব্যবসা ভাঙ্গারির দোকানে হেলমেট ঝুলিয়ে হেলমেটের ভিতরে রেখে বিক্রি করে যাচ্ছে মাদক।এলাকায় ডিস্ট্রিক্ট বাসের কাউন্টার সামনে চলছে এই মাদক ব্যবসা,জুয়া,গাঁজা হিরোন ফেনসিডিল ব্যবসা দীর্ঘদিন ধরে বাস কাউন্টারের অন্তরালে হোটেল মাসুদ গাঁজা ফেনসি,ইয়াবা,জুয়া সহ নানা অপকর্ম সন্ত্রাসী,হোটেল মাসুদ পিতা মুসলিম,পরমা রমু ও তার ছেলে ফরহাদ একসময়ের ক্রসফায়ারের আসামি ফরহাদের মত সন্ত্রাসীদের সাথে আত আত করে মাসুদ এ-ই অপকর্ম চালিয়ে যাচ্ছে তাই নারায়ণগঞ্জ জেলা এসপি ও ফতুল্লা থানার ওসি সাহেবের কাছে এলাকা বাসীর দাবি যাতে করে আইন গত ব্যবস্থা গ্রহণ করেন। মাদক ব্যবসায়ী হোটেল মাসুদ ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বরের ব্যবসায়ী সুমন কে হত্যা করেও থেমে নেই সন্ত্রাসী কর্ম কান্ড মাসদাইর খানকার মোড় থেকে সুরু করে ফারিয়ার মোড় পর্যন্ত হোটেল মাসুদের জমজমাট মাদক ব্যবসা এলাকার কিছু প্রভাবশালীদের সাথে সক্ষতা করে চালিয়ে যাচ্ছে মাদক সম্রাট হোটেল মাসুদ।