প্রয়াত জামির আহমেদ জমুর ২৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও নেওয়াজ বিতরন

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, চিশ্তিয়া তরীকার সংগঠক, হযরত মিন্নত আলী শাহ্ চিশ্তী (রঃ) মাযার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, দেওভোগ বাইতুন নূর জামে মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ও সমাজ সেবী প্রয়াত জামির আহমেদ জমুর ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী)বাদ জোহর শহরের মিন্নত আলী শাহ চিশ্তী (রঃ) মাযার ও মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান।
এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বাদ ফজর কোরআন খানি, মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পন, ফাতেয়া পাঠ ও বাদ জোহর হযরত মিন্নত আলী শাহ্ মাজার মসজিদে মিলাদ মাহফিল এবং মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও নেওয়াজ বিতরণ।
এছাড়াও নিম্নলিখিত মসজিদ সমূহে বাদ আছর মিলাদ মাহফিল ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মসজিদগুলো হলো বাইতুস শরী জামে মসজিদ, সাকিম আলী জামে মসজিদ, পানির ট্যাংকি জামে মসজিদ, পশ্চিম দেওভোগ বাইতুন নূর জামে মসজিদ, বেপারীপাড়া জামে মসজিদ, ফকিরটোলা জামে মসজিদ, ২নং বাবুরাইল জামে মসজিদ, গলাচিপা জামে মসজিদ, শুক্কুর ক্বারী জামে মসজিদ, খানকা রোড জামে মসজিদ, ১নং বাবুরাইল জামে মসজিদ, জল্লারপাড় জামে মসজিদ, পাইকপাড়া বড় জামে মসজিদ, নয়াপাড়া জামে মসজিদ, সিটি কর্পোরেশন জামে মসজিদ, নন্দীপাড়া জামে মসজিদ, গলাচিপা জামে মসজিদ, কবরস্থান কেন্দ্রী জামে মসজিদ, একতা সড়ক জামে মসজিদ, জামির মার্কেট নামাজের স্থান ও মরহুমের জেষ্ঠ্য পুত্র গোলাম মোস্তফা চঞ্চল সকল পীরভাই, ভক্তবৃন্দ, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি তাঁর পিতার বিদেহী আত্মার মাগফেরাত ও দোয়া প্রার্থনা করে সকলের প্রতি অনুরোধ জানেিয়ছেন।
হযরত মিন্নত আলী শাহ্ চিশতি (রাহঃ) মাজার মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সহিদুল্লাহ, বাবুরাইল আজমীরী গলি খাজা মইনুদ্দিন চিশতী (রহঃ) ওরশ কমিটির সহ সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, নাজিমউল্লাহ, মরহুম জামির আহমেদ জমু`র জেষ্ঠ্য পুত্র গোলাম মোস্তফা চঞ্চল ও কনিষ্ঠ পুত্র গোলাম সারোয়ার শুভ, সঞ্চয় রহমানসহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ তরিকতের পীর ভাইয়েরা উক্ত মিলাদ মাহফিলে অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *