দৈনিক তালাশ.কমঃনাটোরের লালপুরে ৭২০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি ২০২৪) রাত সাড়ে ৯ টার সময় বিলমাড়িয়া ইউনিয়নের দিয়ার শংকরপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
লালপুর থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার বিলমাড়িয়া বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লালপুর থানাধীন দিয়ারশংকরপুর চর গ্রামস্থ রুবেল মন্ডল এর বসতবাড়িতে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করা হচ্ছে।
এ সংবাদের বিস্তারিত অফিসার ইনচার্জ লালপুর থানাকে অবহিত করে প্রত্যান্ত চর দিয়ার শংকর পুর গ্রামে মাদক ব্যবসায়ী রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে রুবেলের স্ত্রী মোছাঃ সুমি খাতুন (২৭) আকরামের ছেলে কাজল মন্ডল (২৫) শরিফ মন্ডলের ছেলে সুমাইল মন্ডল (২০) কে আটক করা হয়।
অপর এক ব্যক্তি পলাতক আছে বলে জানা গেছে। এব্যাপারে রাতে লালপুর থানার এস আই হাসান তৌফিকুল বাদি হয়ে লালপুর থানায় একটি মামলা রজু করা হয়েছে। লালপুর থানা অফিসার ইনচার্জ নাছিম আহমেদ বলেন গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালত পাঠানো হয়েছে।