দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে পূণরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ নেতা এড. আবু তাহের তালুকদার রানা’র পক্ষ থেকে একেএম শামীম ওসমান’কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (১৫ই জানুয়ারি) বিকেলে জালকুড়ি নম পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে নির্বাচনোত্তর পুণর্মিলনী অনুষ্ঠান শেষে ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবু তাহের তালুকদার রানা’র নেতৃত্বে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় এডভোকেট আবু তাহের তালুকদার রানা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। নির্বাচনের দিনেও যারা হরতাল ডেকেছিল জনগণ তাদের আস্তা কুঁড়ে নিক্ষেপ করেছে। তারা এখন জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী দলে পরিণত। ব্যালটের মাধ্যমে বাংলার জনগণ এবার তাদের সমুচিত জবাব দিয়েছে। টানা চতুর্থবারসহ পঞ্চমবারের মতো বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার এই জয়ে দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ, আসবে অর্থনৈতিক মুক্তি। এই জয়ে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বিশ্বরাজনীতিতে সৃষ্টি করতে যাচ্ছেন এক অনন্য রেকর্ড। আমরা প্রত্যাশা করছি আগামী দিনেও একেএম শামীম ওসমানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে এবং ‘রূপকল্প-২০৪১’ এর স্বপ্ন দ্রুত বাস্তবায়নে ফতুল্লা থানার সকল নেতৃবৃন্দসহ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
এসময় শুভেচ্ছা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মোবারক হোসেন ও মোঃ সাকিব আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।