দৈনিক তালাশ.কমঃযশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় এর নির্দেশনায় ঝিকরগাছা থানার একটি চৌকশ টিম থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৫-০১-২৪ তারিখ ০৮.৫০ ঘটিকার সময় ঝিকরগাছা থানাধীন পারবাজার থানা মোড়স্থ যশোর টু বেনাপোলগামী হাইওয়ে রাস্তার বাম পার্শ্বে সোনালী ব্যাংক, পারবাজার শাখার সামনে নাভারণ হতে ছেড়ে আসা যশোর গামী লোকাল বাসের যাত্রীবেশী আসামী ১। মোঃ স্বপন হোসেন @ সুজন (৩২), ২। সজীব হোসেন @ সোহান (২৪), উভয় পিতা-মোঃ ফজলুর রহমান, উভয় মাতা-মোছাঃ শাহিনুর বেগম, ৩। সাব্বির হোসেন @ সৈকত (২০), পিতা-কবির হোসেন, মাতা-সালমা বেগম, সর্ব সাং-হাড়িয়াদেয়াড়া (মোল্যাপাড়া), ৪। মোঃ রাহাত হোসেন @ রকি (১৯), পিতা-তৌহিদুল ইসলাম, সাং-কাশিপুর, পালিত পিতা-সৈয়দ বুলবুল আহম্মেদ, মাতা-রেখা আক্তার, সাং-মিশ্রীদেয়াড়া, বর্তমান ঠিকানা: নানা-নজরুল ইসলাম এর বসত বাড়ী, সাং-হাড়িয়াদেয়াড়া (মোল্যাপাড়া), সর্বথানা-ঝিকরগাছা, জেলা-যশোরদেরকে সর্বমোট-(১০+০৮+০৫+০৫)=২৮ (আঠাশ) বোতল বিদেশী মদসহ ধৃত করেন।
আসামীদের বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলা নং-১৫/১৫, তারিখ-১৫/০১/২০২৪ খ্রি. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।